মাসিক হলো নারীদের একটি শারীরিক প্রক্রিয়া যেখানে একটি চক্র চলে ২৮ দিন ধরে তাদের জননতন্তের মধ্যে | এই চক্রের একবার পূর্ণতা হয় যখন যোনি থেকে রক্ত বেরোনো বন্ধ হয় | এটি একটি সাধারণ ঘটনা | অ্যামেনোরিয়া বা বাধক হলো নারীদের এমন একটি অবস্থা যেখানে তাদের মাসিক হয়না বা নির্দিষ্ট কারণ ছাড়া বন্ধ হয়ে যায় | সাধারণত ১৬ বছর বয়সের একটি মেয়ের মাসিক শুরু হয় যায় বা তার আগেও শুরু হতে পারে | এই মাসিক হওয়া শেষ হয় ৫১ থেকে ৫৬ বছর বয়সে | এছাড়াও যদি কোনো মহিলা গর্ভবতী হয় তখন মাসিক বন্ধ থাকে যতদিন না বাচ্চা ভূমিষ্ট হয় | বাধক সাধারণত দুই প্রকার ১ - প্রাথমিক বাধক :- বয়ঃসন্ধিকালীন সময়কালে অর্থাৎ ১২ থেকে ১৬ বছর বয়সকালে মাসিক শুরু না হলে প্রাথমিক বাধক বলা হয়। ২ - গৌণ বাধক :- যখন কোনো মহিলার মাসিক স্বাভাবিক থেকে হঠাৎ থেমে যায় তখন তাকে গৌণ বাধক বলে | প্রাথমিক বাধক প্রধানত তিনটি কারণের জন্য প্রাথমিক বাধক হয় | বংশগত কারণ :- যদি বংশে আগে কারুর বাধক থেকে থাকে তবে...