মাসিক
হলো নারীদের একটি শারীরিক প্রক্রিয়া
যেখানে একটি চক্র চলে
২৮ দিন ধরে তাদের
জননতন্তের মধ্যে | এই চক্রের একবার
পূর্ণতা হয় যখন যোনি
থেকে রক্ত বেরোনো বন্ধ
হয় | এটি একটি সাধারণ
ঘটনা| অ্যামেনোরিয়া বা বাধক হলো
নারীদের এমন একটি অবস্থা
যেখানে তাদের মাসিক হয়না বা নির্দিষ্ট
কারণ ছাড়া বন্ধ হয়ে
যায় | সাধারণত ১৬ বছর বয়সের
একটি মেয়ের মাসিক শুরু হয় যায়
বা তার আগেও শুরু
হতে পারে | এই মাসিক হওয়া
শেষ হয় ৫১ থেকে
৫৬ বছর বয়সে | এছাড়াও
যদি কোনো মহিলা গর্ভবতী
হয় তখন মাসিক বন্ধ
থাকে যতদিন না
বাচ্চা ভূমিষ্ট হয় |
বাধক সাধারণত দুই প্রকার
১- প্রাথমিক বাধক :- বয়ঃসন্ধিকালীন সময়কালে অর্থাৎ ১২ থেকে ১৬ বছর বয়সকালে মাসিক শুরু না হলে প্রাথমিক বাধক বলা হয়।
২- গৌণ বাধক :- যখন
কোনো মহিলার মাসিক স্বাভাবিক থেকে হঠাৎ থেমে
যায় তখন তাকে গৌণ
বাধক বলে |
প্রাথমিক বাধক
প্রধানত
তিনটি কারণের জন্য প্রাথমিক বাধক
হয় |
বংশগত
কারণ :- যদি বংশে আগে
কারুর বাধক থেকে থাকে
তবে তার বাধক হতে
পারে | সেক্ষেত্রে তাকে স্ত্রীরোগ বেশেষজ্ঞ
দ্বারা চিকিৎসা করাতে হবে |
হরমোন
ঘটিত কারণ :- যদি শরীরে হরমোনের
পরিমান কম থেকে থাকে
তবে এটি হতে পারে
| তখন বিভিন্ন হরমোনাল চিকিৎসার সাহায্যে এটি সরানো হয়
|
জরায়ুর
অনুপস্থিতি :- যদি কোনো মেয়ের
জরায়ু না তৈরী হয়
তবে তার মাসিক শুরু
হয় না এবং প্রাথমিক
বাধক হয় | সেক্ষেত্রে তার
জরায়ুর প্রথিস্তাপনের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে
|
গৌণ বাধক
বিভিন্ন
কারণে গৌণ বাধক হয়
| তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি হলো
জন্ম নিয়ন্ত্রক ব্যবহার
:- সাধারণত জন্ম নিয়ন্ত্রকগুলি তৈরীহয়
কৃত্রিম প্রোজেস্টেরন হরমোন দিয়ে | এইগুলির ব্যাবহারে মাসিক বন্ধ হতে পারে
|
এছাড়াও
আর কারণ গুলি হলো
:-
- মেনোপজ।
- কম পুষ্টি উপাদান |
- বিষণ্ণতা |
- কিছু স্টেরোয়েড ওষুধ ।
- চরম ওজন হ্রাস।
- বর্তমান অসুস্থতা।
- হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা খুব বেশি ওজন হওয়া।
- থাইরয়েডসহ হরমোন তৈরি গ্রন্থিগুলির সমস্যা।
- ডিম্বাশয়ে টিউমার।
- এর আগে জরায়ুর অস্ত্রোপচার করা |
বাধাকের চিকিৎসার
জন্য রুগীকে সর্বদা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিয়মিত নিতে হবে |
এছাড়াও সকল
প্রকার ঔষধ যতটা পারাযায় এড়িয়ে চলতে হবে |
সাধারন
জীবন যাপন করতেহবে |